লালমনিরহাট জেলা শহরের তালুক খুটামারা এলাকার মোজাম্মেল হক এর পুত্র মশিউর রহমান মুশফিক (২২) নামের এক ছাত্রলীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। সে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র ।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা দিকে লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউপি’র ত্রিমোহনী সেতু বাজার এলাকা সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মুশফিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জেলা শহরের কলেজ বাজার এলাকার আব্দুর রশিদের পুত্র রুবেল (১৯) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা এলাকার আব্দুল্লার পুত্র রাহিকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা দুজনেই মুশফিকের বন্ধু। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল