লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা কেন্দ্রীয় মন্দির থেকে লক্ষী দেবীর মূর্তির মাথা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষী দেবীসহ মন্দিরের অন্যান্য মূর্তিগুলো ভালোই ছিল। রাত ১১ টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর লক্ষী দেবীর শরীর থাকে মাথা উধাও হয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে মন্দিরের লোকজন থানা পুলিশকে খবর দেন।
কাকিনা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সানু মোহন্ত জানান, এ ঘটনায় আমরা স্থানীয় থানায় অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ্য করে অভিযোগ দিয়েছি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল