পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে এ কর্মসূচির শুভ-সূচনা করেন। এর আগে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে কলাপাড়া জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.বদিউর রহমান বন্টিনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা কলাপাড়াকে জেলায় উন্নীত করার যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সিদ্ধান্ত নেয়া হয় জেলা বাস্তবায়নের কর্মসূচির বিভিন্ন কর্মপন্থা নিয়েও।
সভায় বক্তব্য রাখেন, জেলা বাস্তবায়ন কমিটির ঢাকার সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো.হাবিবুর রহমান মিলন, ঢাকাস্থ প্রবাসী কলাপাড়া সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন শানু, উপজেলা কৃষক লীগের সভাপতি আখতাউর রহমান হারুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, আব্দুল মান্নান খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমূখ। এ গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও স্থানীয় গনমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার