দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া চেঁচেয়া শালবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২ টায় পার্বতীপুরে মধ্যপাড়া রেঞ্জের চেঁচেয়া শাল বাগান থেকে এই লাশ উদ্ধার করে মধ্যপাড়া পাথর খনির পুলিশ।
পার্বতীপুর মধ্যপাড়ার তদন্ত কেন্দ্রের এসআই মোসাদ্দেক হোসেন বলেন, স্থানীয় আদিবাসীরা বাগানে খড়ি সংগ্রহ করতে গেয়ে অর্ধগলিত একটি মানুষের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার