নাটোরে নাতির দেওয়া আগুনে পুড়ে গেল দাদাবাড়ির ছয়টি ঘর। শুক্রবার সকালে জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের মালিগাছায় এ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের মালিগাছায় লাল চাঁদ শেখের নাতি রাসেল (৮) খেলার ছলে বাড়িতে থাকা শুকনো পাটখড়িতে আগুন দেয়। এতে মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছু সময় চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেল। এরই মাঝে লাল চাঁন শেখের ছয়টি ঘর এবং ঘরে থাকা অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দয়ারামপুরের ফায়ার ষ্টেশনের সাব অফিসার নুর মোহাম্মদ শেখ জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল