মাদারীপুরের রাজৈর উপজেলার কাবিরাজপুরের কুমার নদ থেকে ১৯ বছর বয়সি অজ্ঞাত এক তরুণের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকালে এ লাশটি উদ্ধার করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, কচুরীপানার সাথে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা ওই তরুণকে শ্বাসরোধ করে হত্যার পর কুমার নদে তার লাশ ফেলে দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার