লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট গ্রামে বজ্রপাতে ওমর আলী (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী ওই গ্রামের আমির আলীর পুত্র।
এদিকে পাটগ্রাম উপজেলার জগতবের এলাকায় বজ্রপাতে আরো ৬ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে বাজারে যাওয়ার সময় ঝড়ো বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জগতবের গ্রামের আমানউল্লা (৫০), অনীল রায় (৫২), রহমান (২৮), আরিফ ইসলাম (৩২) ও মনিরুল (৩৮)।
জানা যায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। লালমনিরহাটের সহকারি পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়াদী উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার