ফেনীর দাগনভূঞার একটি ব্রীক ফিল্ড থেকে ফখরুল ইসলাম হৃদয় (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার সংলগ্ন এবি ব্রীক ফিল্ডের মাটির একটি স্তুপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক নোয়াখালির কোম্পানিগঞ্চ উপজেলার সিরাজপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে।
জানা যায়, মৃতদেহের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল আজিম জানান, কেউ যুবকটিকে অন্যত্র হত্যা করে এখানে লাশ ফেলে দিয়ে যেতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার