সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া নদীতে র্যাবের সাথে বনদস্যুদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের পর বনদস্যুরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ সময় তারা ফেলে যায় ৪ টি অস্ত্র ও ৫৫ রাউন্ড গুলি। একই সময়ে তারা জিম্মি হিসাবে আটক ৬ জন জেলেসহ তিনটি নৌকা উদ্ধার করে।
মেজর আদনান আরো জানান, গত বুধবার সন্ধ্যা থেকে তারা সুন্দরবনে বনদস্যুদের হাতে জিম্মি হিসাবে আটক থাকা জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছেন। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য পরে দিতে পারবেন বলে জানান।
উল্লেখ্য, মুক্তিপনের দাবিতে গত মঙ্গলবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যুরা ২৫ টি নৌকা থেকে ৮ জেলেকে অপহরণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার