রাজশাহীর পবা উপজেলা থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বড়গাছি পশ্চিমপাড়ার একটি মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পবার বড়গাছি সরকার পাড়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে আপন হোসেন (২২), ফয়জুদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ (১৯), গোপালহাটের মোস্তাকিনের ছেলে ওয়াহাব (২০), মাধবপুরের মজের আলীর ছেলে মামুনর রশিদ (২৫) ও শ্রীপুর গ্রামের বেলালের ছেলে মারুফ মর্তুজা (২৩)।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ওই মসজিদে ২০ থেকে ২৫ জন শিবির কর্মী গোপন বৈঠক করছে খবর পেয়ে পবা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ বেশকিছু জিহাদি বই উদ্ধার করে।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল