সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকায় বনদস্যুদের সাথে র্যাব- ৮ এর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে গুলিবিনিময়কালে র্যাব তিনটি নৌকাসহ অপহৃত ছয় জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়াও চারটি অস্ত্র ও ৫৫টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল