চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দূর্গাপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে শাওন (২২) নামে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। শাওন রাজশাহীর তানোর উপজেলার গাগনন্দ মির্জাপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
জানা গেছে, শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি চালক শাওন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে শ্বশুরবাড়ীতে বেড়াতে এসে শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বাড়ীর বাইরে রাস্তায় বের হয়। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার লাশ উদ্ধার করে রাতেই নিজ গ্রামে পাঠান হয়েছে। সদর থানার ওসি মাযহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল