রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও মাদক মামলার চার্জশিটভুক্ত ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১৬ কেজি গাজা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্টসহ নাশকতা ও চুরি-ডাকাতি সন্ত্রাস বিরোধী মাদকদ্রব্য আইনে মামলা থাকায় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল