বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর মা সূর্যবান বিবিকে দেখতে আজ শনিবার বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথে আসছেন বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান খান। বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপি সম্পাদক লিলু মিয়া বলেন, এম ইলিয়াস আলীর মায়ের সাথে সাক্ষাৎ শেষে তার বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন যুগ্ম মহাসচিব শাহজাহান খান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ