চাঁপাইনবাবগঞ্জে দুই জেমএবি সদস্যকে ১৪বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার বেলা ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলাহাট উপজেলার মুসরীভুজা গ্রামের রুহুল আমীনের ছেলে রবিউল ইসলাম ও গোমস্তাপুর উপজেলার কলাই দিয়াড় গ্রামের তৈয়ব আলীর ছেলে মোমিন আলী। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
পিপি অ্যাডভোকেট মো. জোবদুল হক জানান, ২০০৯সালের ১৫জুন কানসাটের খড়গপুর থেকে মোমিনকে কয়েক রাউন্ড গুলিসহ আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১৬জুন রাতে শিবগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করে। এ সময় তার স্বয়নকক্ষ থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ একটি সাটারগান উদ্ধার করা হয়।
তিনি পুলিশের উদ্ধৃতি দিয়ে আরও জানান, জেএমবি সদস্য মোমিন আলী তার সহযোগিদের অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিল। এ ব্যাপারে ওইদিনই অস্ত্র আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
আজ শনিবার এই রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ