ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে সাইফুল ইসলাম(৪৫) নামে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে। সে মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, মৎস্য চাষী সাইফুল দুপুর ২টার দিকে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল গ্রামের পুকুরে মাছের খাদ্য দিচ্ছেন। এ সময় আমচকা বজ্রপাত হলে তার পুরো শরীর ঝলসে যায়। পরিবারের লোকেরা টের পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন