সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া এলাকায় বাস খাদে পড়ে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।বুধবার দুপুরে সুনামাগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিরাই উপজেলার হাশিমপুর গ্রামের মৌসুমী পাল (২৪) ও একই উপজেলার মুক্তারপুর গ্রামের রাধা রানী পাল (৪৮)। নিহত আরেক পুরুষের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে কৈতক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের সিলেট পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট থেকে দিরাইগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দুইজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
বিডি প্রতিদিন/ ০৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম