ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে মুন্নি আখতার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুন্নি আখতার ওই এলাকার মহর আলীর মেয়ে। তিনি ভালুকা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বলেন, পারিবারিক সুত্রে জানা গেছে মুন্নি অন্যান্য দিনের ন্যায় রাতে খাওয়ার পর তার ঘরে ঘুমাতে যায়। সকালে তার মা মুন্নিকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ০৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম