কারাগারে নানা অনিয়ম ও দুর্নীতি দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘শীর্ষ সংবাদ’ প্রকাশের পর অবশেষে শরীফুল ইসলাম নামে বাগেরহাট জেলা কারাগারের প্রধান কারারক্ষীকে বদলী করা হয়েছে।
বুধবার দুপুরে যশোর ডিআইজি প্রিজন অফিস থেকে প্রেরিত এক ফ্যাক্সবার্তায় তাকে বাগেরহাট কারাগার থেকে মাগুরা জেলা কারাগারে বদলীর আদেশ দেয়া হয়েছে। তবে অপর প্রধান করারক্ষী দেলোয়ার হোসেন রয়েছেন বহাল তবিয়াতে।
বাগেরহাট কারাগারের জেলার মোস্তফা কামাল এই বদলীর আদেশের খবর নিশ্চিত করেছেন।
অনিয়ম এখন নিয়মে পরিনত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনে এমন সংবাদ প্রকাশের পর এই আদেশ দেয় ডিআউজি প্রিজন। তবে প্রধান কারারক্ষী শরীফুল ইসলাম ৮শ বর্গফুটের কোয়ার্টারে থাকলেও দুই বছরের বেশি সময় ধরে ভাড়া কর্তন করছেন না। ডেপুটি জেলারের কক্ষে বন্দীদের সাথে সাক্ষাতের ব্যবস্থায় জনপ্রতি ২-৪ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এ অনিয়মের সাথে জড়িত রয়েছেন আরও এক প্রধান কারারক্ষী দেলোয়ার হোসেন ও সিআইডি রক্ষী শামীম আক্তার। কারাগারের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি জেলা আইন শৃঙ্খলা ও জেলা লিগ্যাল এইড এর মাসিক সভায় একাধিকবার উত্থাপন করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন