নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আবু সাঈদের ছেলে আক্তার হোসেন (২৮) ও দুয়ারা এলাকার রফিক মিয়ার ছেলে সেকান্দর মিয়া (৩৩)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আক্তার হোসেন ও সেকান্দর মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। দুপুরে বেলদি এলাকা থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন