বিদ্যুতের তারে জড়িয়ে জয়ন্ত মন্ডল (৩৫) নামের নবাবগঞ্জের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। জয়ন্ত মন্ডল দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চকমোহন গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। বুধবারে দুপুরে তাকে পারিবারিক শশ্মানঘাটে দাহ করা হয়েছে।
নবাবগঞ্জে জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রদীপ কুমার জানান, ইউনিয়নের চকমোহন গ্রামের হরিপদ মন্ডলের পুত্র জয়পুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি সহকারি শিক্ষক জয়ন্ত মন্ডল (৩৫) মঙ্গলবার রাতে নিজ শয়ন ঘরে টেলিভিশনের বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পরিবারের লোকজন প্রথমে চিকিৎসার জন্য পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/তাফসীর