শিক্ষকের মুল্যায়ন, মর্যাদার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস-২০১৬ পালিত হয়েছে।
বিএসইএফ এর সহযোগীতায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও গণস্বাক্ষরতা অভিযান দিবসটি পালন করে।
এ উপলক্ষে বুধবার ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আবু দাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এএইচএম আক্তারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশের সভাপতি মহিউদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল বাতেন ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সহ-সম্পাদক আঃ সামাদ আজাদ দিপু প্রমূখ।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন