দিনাজপুর শহরের পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে মোঃ মোহন (১০) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। মোঃ মোহন দিনাজপুর শহরের রামনগরের বাসিন্দা মোঃ সেলিম যদু মিয়ার ছেলে এবং রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বুধবারে বিকেল ৩টায় শহরের পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।
স্কুল ছাত্র মোহনের আত্মীয় মোঃ মনির হোসেন জানান, 'নিখোঁজ মোঃ মোহন প্রতিবেশী ভুট্টুর ছেলে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ মোস্তাকিমসহ বুধবার দুপুরে শহরের পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তলিয়ে যাবার সময় মোস্তাকিমের আর্তচিৎকারে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে। কিন্তু মোহনকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে দিনাজপুর ফায়ার ষ্টেশনকে সংবাদ দেয়।
দিনাজপুর ফায়ার ষ্টেশন অফিসার মোঃ সিরাজুল হক জানান, 'বিকেলে দুই স্কুল ছাত্র নদীতে গোসল করতে নামে। গোসল করার সময় মোঃ মোহন নামে এক স্কুল ছাত্র পালিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পারায় রংপুর ডুবুরী দলকে সংবাদ দেওয়া হয়েছে। ডুবরী আসার পর উদ্ধা কাজ শুরু করা হবে'।
বিডি-প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/তাফসীর