মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি চলাচলা সাময়িক বন্ধ রেখেছে ফেরি কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় পদ্মার লৌহজং চ্যানেলে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীন নব্যতা সংকটের কারণে আটকে গেলে এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার (বানিজ্য) আব্দুল আলিম জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রো রো ফেরি চ্যানেলে আটকে গেলে ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এদিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট বড় ৫ টি ফেরি কাওড়াকান্দি না যেতে পেরে আটকে রয়েছে চ্যানেলে। তাই ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
মাওয়া নৌফাঁড়ি ইনচার্জ এস আই মোশারফ হোসেন জানান, ফেরিটি উদ্ধারের জন্য একটি টাকবোট পাঠানো হয়েছে। তবে জোয়ার না এলে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবেনা বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন