গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ধাপেরহাটের কালশারডেরা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান।
নিহত ওই শিশুর নাম পরিচয় জানাতে না পারলেও তিনি বলেন, সে রিকশা চালাতো এবং রংপুরের পীরগঞ্জ এলাকায় তার বাড়ি।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর, ২০১৬/এনায়েত/মাহবুব