মাগুরায় আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টার কর্তৃপক্ষ। দূরপাল্লার গাড়িতে টিকিটবিহীন যাত্রী উঠানো বন্ধ ও টার্মিনাল এলাকা থেকে মাইক্রোবাস-প্রাইভেটকারে যাত্রী তোলা বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় তারা। ফলে কাউন্টারে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, দূরপাল্লার গাড়িতে দীর্ঘদিন ধরে টিকিটবিহীন যাত্রী উঠানো ও টার্মিনাল এলাকা থেকে মাইক্রোবাস-প্রাইভেটকারে যাত্রী তুলে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে কাউন্টারগুলো প্রতিনিয়ত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও কোনো সুফল না পাওয়ায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম