মেহেরপুর শহরের চক্রপাড়ায় বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাংচুর চালানো হয়েছে। অভিযোগ বিদ্যুতায়িত হয়ে আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চক্রপাড়ায় হাবিবুর রহমান বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে নেয়ার পর নড়ে উঠেছে দাবি করে স্বজনরা লাশ পুনরায় হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার হাবিবুরকে আবারো মৃত ঘোষণা করলে তার স্বজনেরা হাসপাতাল ভাংচুর শুরু করে।
হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক নিপু সুলতান জানান, নড়ে উঠেছে সন্দেহে তারা হাসপাতালে এসে ভাংচুর করে। কিন্তু হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৬/ফারজানা