বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে পড়ে নিখোঁজ বালু শ্রমিক তাহের মোল্লার (৫০) মৃতদেহটি বৃহস্পতিবার সকালে ভেসে উঠেছে। সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়িয়া গ্রামের তাহের মোল্লা মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে মোরেলগঞ্জের লঞ্চঘাটে বাঁধা একটি বালুর জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল বিকেল থেকে নদীতে তল্লাশী চালালেও খুঁজে পাওয়া যায়নি তাহের মোল্লাকে। সকালে ঠিক সেই স্থানেই তাহের মোল্লার লাশ ভেসে ওঠে যেখানে তিনি পড়ে নিখোঁজ হন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৬/ফারজানা