কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন ইউপি'র বিজয়ী নারী সদস্যদের (মেম্বার) অভিজ্ঞতা বিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধী কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, সাংবাদিক মজিবুর রহমান, খান ফাউন্ডেশনের মাহবুব হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ আফরোজ