ময়মনসিংহের ফুলপুরে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার দায়ে জসিম উদ্দিন (২০) নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের জুলাই মাসের ২৬ তারিখ বিকেলে শিশু জোনাকীকে জসিম উদ্দিন স্থানীয় জয়নাল আবেদীনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শ্বাসরোধ করে হত্যা করে ওই জঙ্গলে ফেলে রাখে। এ ঘটনায় স্থানীয়রা আসামি জসিম উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ তিন বছর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন মৃত্যুদণ্ডাদেশের এ রায় প্রদান করেন। এছাড়া রায়ে আরও ১ লক্ষ টাকা অর্থ দণ্ড এবং আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে নিলামে বিক্রির নির্দেশ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ আফরোজ