কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের একাংশের ডাকা হরতাল আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চলছে। পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় পাকুন্দিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের সমর্থকরা এ হরতাল আহ্বান করেন।
আজ সকাল থেকেই স্বপনের সমর্থকদেরকে রামদা, বল্লম, লাঠি হাতে রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে। তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। হরতালে পাকুন্দিয়া বাজারের দোকান পাট বন্ধ রয়েছে। সড়কে যানবাহনও বন্ধ রয়েছে।
দুপুরে মেয়র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন উপজেলা পরিষদের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় দলীয় মনোনয়ন না দেওয়া পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এক পর্যায়ে তিনি আত্মহত্যা করারও হুমকি দেন। দুপুরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে হরতালের মধ্যেও উপজেলা নির্বাচন অফিসে গিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, আওয়ামী লীগের তৃণমূলের ভোটে সর্বাধিক ভোট পেয়ে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন মোতায়েম হোসেন স্বপন। অথচ কোন ভোট না পাওয়ার পরও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মিছবাহ উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ৮ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৫ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ১৬ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ