মাদারীপুর শহরের পুরানবাজারের লঞ্চঘাট এলাকায় পুলিশ ফাঁড়ি পুকুরটি অবৈধভাবে ভরাটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মাদারীপুরবাসী। পুকুর ভরাট বদ্ধের দাবিতে আজ সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ও মাদারীপুরবাসী।
জানা যায়, সকাল ১০টায় প্রতিবাদের অংশ হিসেবে পরিবেষবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচার, আইন সহায়ক কেন্দ্রসহ সাধারণ জনতা মাদারীপুর পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধনে হাজারো নারী-পুরুষ অংশ নেয়। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাসের বাস ভবন ঘেরাও করে। এ সময় শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখে বিক্ষুদ্ধরা। পরে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ পরিবেশবাদীরা জেলা প্রশাসকের কাছে পুকুর রক্ষার দাবিতে স্মারকলিপি পেশ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার