লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সুপারি ভেজানোয় খাল-পুকুরসহ ডাকাতিয়া নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানির দুর্গন্ধে জনজীবনে দুর্ভোগ দিন দিন বেড়ে চলেছে। পানিতে সুপারি ভেজানোর কারণে পানি দূষিত হয়ে মরে যাচ্ছে খাল-পুকুর ও ডাকাতিয়া নদীর মাছ। দূষিত পানি ব্যবহারে প্রতিনিয়ত চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। এদিকে সরকারি খালে সুপারি না ভেজানোর জন্য উপজেলার ১০টি ইউনিয়নে মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করেন ইউনিয়নের চেয়ারম্যান।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, পানিতে সুপারি ভিজিয়ে পরিবেশ দূষণ ও মাছ মরে যাওয়ার বিষয়টি একটি জঘন্য অপরাধ। খাল ও নদীতে সুপারি না ভেজানোর জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে বলা হয়েছে। এরপরও যদি এ ধরণের কাজ কেউ করে থাকে, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার