মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের আবেদন না মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে রানার আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে এই আদেশ দেন।
চাঞ্চল্যকর ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়। ১৯ সেপ্টেম্বর এমপি আমানুর রহমান খান রানাকে গাজিপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার