ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী শিংপাড়া উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার ১৬ জন শির্ক্ষাথীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সময় মতো পরীক্ষার ফি না দিতে পেরে, আজ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে হতাশ হয়ে পড়েছে ওই ১৬ শিক্ষার্থী।
জানা যায়, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রধান শিক্ষক সকল শিক্ষার্থীদের ডেকে বলেন, যাদের মাসিক বেতন ও পরীক্ষার ফি বাকি আছে তাদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নিকট পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বিভিন্ন ভাবে অনুরোধ করে এবং টাকা পরিশোধের জন্য সময় চায়। কিন্তু প্রধান শিক্ষক শিক্ষার্থীদের টাকা পরিশোধের সময় না দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন।
সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন মুকুল বলেন, প্রধান শিক্ষকের উচিত ছিল শিক্ষার্থীদের পরীক্ষা থেকে বিরত না রেখে পরীক্ষা নিয়ে টাকা পরিশোধের সময় দেওয়া।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, আমি বিষয়টি নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে বিষয়টি সমাধান করছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার