চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মরদানা থেকে জান্নাতি খাতুন (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাতি খাতুন শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার পুকুরটুলীর মো. আলমের মেয়ে।
শিবগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ওই তরুণীর যৌনাঙ্গে প্রচুর রক্তক্ষরণ এবং মুখে ওড়না পেঁচানো দেখে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার