বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি পদে আব্দুল মালেক সাধারণ সম্পাদক সাজু শেখ ও সাংগঠনিক সম্পাদক শ্রী অনন্ত চন্দ্র বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. আনোয়ারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বগুড়া জেলা দর্জ্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহসভাপতি নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক লক্ষি কান্ত রায়, কোষাধ্যক্ষ সনজিত কুমার, প্রচার সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক ফজলুল হক, কার্য নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, রবিউল ইসলাম এনামুল হক।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন