শরীয়তপুরের গোসাইরহাটে মোবাইল চুরির অভিযোগে ফিরোজ সরদার (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার ভোরে ওই উপজেলা সদরের সুমাইয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামের সবুজ সরদারের ছেলে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার