নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহাম্মদ আলী (৩৮) নামে এক মাদক সেবীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মৃত মোকলেছ ব্যাপারীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ জানান, মোহাম্মদ আলী একজন ইয়াবা সেবী। সে দুপুরে ইয়াবার টাকার জন্য তার মা ও স্ত্রীকে মারধর করতে থাকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ মোহাম্মদ আলীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মোহাম্মদ আলীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার