নেত্রকোনা পৌর শহরের মধ্য নাগড়া এলাকা থেকে রবিবার দুপুরে ডিবি পুলিশের একটি দল ইয়াবা, ফেন্সিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, নাগড়া এলাকার সঞ্জিত সাহার ছেলে সঞ্চয় সাহা ওরফে নাগড়ার বাবু (৩৫), নুরুল ইসলামের ছেলে সুজন (৩০) ও ফকিরের বাজার এলাকার রহিম উদ্দিনের ছেলে জুলহাস (২৬)।
নেত্রকোনা সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাগড়া এলাকায় ডিবি পুলিশ নিয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় নাগড়ার বাবু নামে শহরের কুখ্যাত মাদক ব্যাবসায়ীর বাসায় তল্লাশি চিলিয়ে মাদকসহ তাদের তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬শ পিস ইয়াবা ও ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।
এসময় তিনি আরো জানান, সঞ্জয় সাহা ওরফে নাগড়ার বাবু নেত্রকোনা শহরে মাদক ব্যবসার একজন লিডিং পার্সন। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবাসা চালিয়ে আসছে।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন