লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরডিআরএস অফিসের সামনে ট্রাকের ধাক্কায় মাহবুর রহমান (১৯) নামে এ যুবক নিহত হয়েছেন। গতকাল রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা আরডিআরএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মাহবুর রহমান হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানান, মাহবুর রহমান হাতীবান্ধা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আরডিআরএস অফিসের সামনে বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে সেখানে তার মৃত্যু হয়। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার