নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্যা টেক ল্যাব'র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এক দিনের ফ্রি ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ দুপুরে উপজেলা ভুলতার স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের এ প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন দ্যা টেক ল্যাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিলয় হুসাইন অনিক। প্রশিক্ষণে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি সম্পর্কে আলোচনা ও বিভিন্ন বিষয় শেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আমির হোসেন, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা মনির হেসেন মনু, সাধারণ সম্পাদক খলিল সিকদার, জিএম শহিদ, জাহাঙ্গীর আলম হানিফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/এ মজুমদার