কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে মাহিন (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ বিকালে মসজিদের পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশুটি টেকনাফ হ্নীলা ইউনিয়নের বাজার পাড়া এলাকার সামশুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মাহিনের পিতা পার্শ্ববর্তী মসজিদে তাবলীগের জামাতে গেলে সে তার বাবাকে পান দিতে আসে। বাবাকে পান দিয়ে যাওয়ার সময় মসজিদের পুুকুরে গোসল করেতে নেমে পানিতে ডুবে যায় শিশুটি। পরে এক পর্যায় মাহিনের নিতর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার