জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হুমকিতে আট মাস ধরে গ্রাম ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউপির খাদুলী গ্রামের আওয়ামীলীগ সমর্থিত ৪৫ পরিবার। তারা নিজ গ্রামে ফিরে যেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। আজ বিকালে ভুক্তভোগী পরিবারের লোকজনেরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন। এ সময় জেলা প্রশাসক আবেদনপত্রটি গ্রহণপূর্বক প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের আশ্বাস দেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জানান, আবেদনপত্রটি প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেরণ করা হবে। এছাড়াও যেহেতু জমিজমা নিয়ে মামলা রয়েছে। আমরাও বিষয়টি তদন্ত করব।
বিডি-প্রতিদিন/এ মজুমদার