চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও তথ্য গোপন করে শ্বশুরকে পিতা দেখিয়ে মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় অমুক্তিযোদ্ধার সন্তান ১২বছর ধরে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ করেছেন, মুক্তিযোদ্ধা মো. একরাম হোসেনের দ্বিতীয় পক্ষের মেয়ে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ শ্রেণির কর্মচারী পদে কর্মরত সেলিনা আখতার।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মো. একরাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে আব্দুল আলিম তার ছেলে নয়, জামাই স্বীকার করে মানবিক কারণে এ বিষয়ে কোন সংবাদ না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে আব্দুল আলিমের সাথে মোবাইল যোগযোগ করা হলে, তিনি প্রথমে মুক্তিযোদ্ধা একরাম হোসেনকে শ্বশুর স্বীকার করলেও পরক্ষণেই উত্তেজিত হয়ে এ বিষয়ে বাড়াবাড়ি করলে পরিণাম ভাল হবে না বলে হুমকি দেন।
এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব মো. সিরাজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার