নিষেধাজ্ঞার পঞ্চম দিনে বরিশাল বিভাগে ১৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৫৫ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায়, ১ লাখ ৫৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছ ৩৭৭ কেজি ইলিশ মাছ।
বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।
তিনি বলেন, বরিশাল বিভাগের ৬ জেলায় রবিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরো ২৪ ঘণ্টার অভিযানে বিভাগে ৫৩ টি ভ্রাম্যমাণ আদালত, ৮৫টি অভিযান ও ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন