মৌলভীবাজারে গণধর্ষণের পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল কুমিল্লা সদরের মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্বকালেঙ্গা গ্রামের ছাদির মিয়ার ছেলে শিপন মিয়া (৩৫) ও উপজেলার মধ্য কালেঙ্গা গ্রামের মো. রুমেল (২৪)। অভিযানে নেতৃত্ব দেন এএসপি মোহাম্মদ খোরশেদ আলম।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন