শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা গ্রামে একটি বন্য হাতি মারা পড়েছে। সোমবার ভোর ৪টার দিকে বন্য হাতিটি মারা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এনিয়ে চলতি মাসের ২টি হাতি মারা গেল। এর আগে, চলতি মাসের প্রথম দিন উপজেলার পানবর এলাকায় এক হাতির মারা পড়ে।
হাতিটির মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের ঝিনাইগাতীর তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম। তবে কিভাবে হাতিটি মারা পড়েছে তা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তবে স্থানীয় একটি সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্য হাতির তাণ্ডব বৃদ্ধি এবং দেড় মাসে ৯ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ এলাকাবাসীর পাতা বিদ্যুতের ফাঁদে বন্য হাতিটি মারা যেতে পারে বলে। এর আগে গত ১ অক্টোবর রাতে পানবর এলাকার একটি ধানক্ষেতে একটি বন্য হাতির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/মাহবুব/তাফসীর