ঝিনাইদহের কোটচাঁদপুরের মামুনশিয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাই বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে রিয়া (১০), নিরব (৯) ও একই গ্রামের লোনি মণ্ডলের ছেলে মুরাদ (৯) এবং ঝিনাইদহ সদর উপজেলার বাড়ি বাথান গ্রামের চরপাড়ার সুজন বিশ্বাসের দেড় বছরের ছেলে রিপন।
কোটচাঁদপুর থানার সাব ইন্সেপেক্টর রাজ কিশোর পাল জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার জন্য ৩ ভাই বোন ও সুমাইয়া নামে একজন খেলার সাথীকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সে সময় রিয়া, নিরব ও মুরাদ পুকুরের পানিতে একটি ভেলা নিয়ে খেলা করে। ৩ জনে ভেলার উপর জড়াজড়ির এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে খেলার সাথী সুমাইয়া বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পুকুরে তাদের মরদেহ পুকুরের ভেসে উঠে। এই ৩ শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে আজ সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বাড়ি বাথান চরপাড়ায় খালের পানিতে ডুবে শিশু রিপনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন