গাইবান্ধার পলাশবাড়ীর কোমরপুর বাজার এলাকায় সোমবার সকালে বাসচাপায় রায়হান আলী (৪০) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। রায়হান আলী গোবিন্দগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ পরিবহন মালিক সমিতির লোকজন বগুড়া থেকে আসা গাইবান্ধাগামী একটি বাসকে চৌমাথা মোড়ে থামানোর চেষ্টা করে। কিন্তু বাসচালক বেপরোয়া গতিতে বাস চালাতে থাকেন। কোমরপুর বাজার এলাকায় রায়হান আলীও বাসটিকে থামানোর সংকেত দেন। কিন্তু চালক রায়হানকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রায়হানের।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসের মালিক ও চালক-হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/ফারজানা